কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার
২নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা-জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
জানুয়ারী/২০১৪ইং মাসের মাসিক সভার কার্য্যবিবরনী
সভাপতি- বাবু সমেত্মাষ বিকাশ চাকমা, চেয়ারম্যান,২নং বনযোগীছড়া ইউ,পি
সভার স্থান- ২নং বনযোগীছড়া ইউ,পি হল রুম।
তারিখ-৩০/০১/২০১৪ ইং সময়- ৯.৩০ ঘটিকা
উপস্থিত সদস্য/সদস্যার নাম পদবী ও স্বাক্ষর
১। বাবু- করুনা ময় চাকমা, হেডম্যান ১৪৫ নং বনযোগীছড়া মৌজা স্বাক্ষরিত
২। ’’ লক্ষী মনি চাকমা, সদস্য, ১নং ওয়ার্ড ’’
৩। ’’ বিনোদ কুমার চাকমা, সদস্য, ২নং ওয়ার্ড ’’
৪। ’’ কামিনী রঞ্জন চাকমা, সদস্য, ৩নং ওয়ার্ড ’’
৫। ’’ টন্টু কুমার দেওয়ান, সদস্য, ৪নং ওয়ার্ড ’’
৬। ’’ করুনা রঞ্জন চাকমা, সদস্য, ৫নং ওয়ার্ড ’’
৭। ’’ সুরেশ কামিত্ম চাকমা, সদস্য, ৬নং ওয়ার্ড ’’
৮। ’’ বিনিময় চাকমা, সদস্য, ৭নং ওয়ার্ড ’’
৯। ’’ সুশামত্ম চাকমা, সদস্য, ৮নং ওয়ার্ড ’’
১০। ’’ রবীন্দ্র চাকমা, সদস্য, ৯নং ওয়ার্ড ’’
১১। মিসেস- সুভাগী চাকমা, সদস্যা, ১,২,৩ নং ওয়ার্ড ’’
১২। ’’ সামত্মনা চাকমা, সদস্যা, ৪,৫,৬ নং ওয়ার্ড ’’
১৩। ’’ জ্যোসণা তালুকদার, সদস্যা, ৭,৮,৯ নং ওয়ার্ড ’’
১৪। বাবু - ডা: রূপেন্দু বিকাশ চাকমা সাকমো ’’
১৫। ’’ জয় কুমার চাকমা, উপসহ:কৃষি কর্মকর্তা ’’
১৬। মিসেস রাজু লতা চাকমা প.ক.প: ’’
১৭। ’’ আশীষ চাকমা, উপসহ:কৃষি কর্মকর্তা ’’
১৮। ’’ উৎপল চাকমা, উপসহ:কৃষি কর্মকর্তা ’’
১৯ । বাবু- বিনয় জ্যোতি চাকমা, সচিব ’’
আলোচনা ও সিদ্ধামত্মবলীঃ
সভার প্রারম্ভে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। অতঃপর তিনি সভায় জানান যে, অত্র ইউনিয়নাধীন বিভিন্ন বিভাগের কর্য্যক্রম সর্ম্পকে আলাপ আলোচনা করার প্রসত্মাব করেন।
সভাপতি মহোদয়ের উক্ত প্রসত্মাবের আলোকে উপস্থিত সকলকে বিসত্মারিত আলোচনামেত্ম নিম্নে উল্লেখিত সিদ্ধামত্ম সমূহ গৃহীত হয়।
চলমান পাতা -২
স্বাস্থ্য বিভাগঃস্বাস্থ্য বিভাগে কোন সমস্যা নাই বলিয়া জানা যায়। কাজ কর্ম ঠিকভাবে চলিতেছে।
পরিবার পরিকল্পনাঃ পরিবার পরিকল্পনা তেমন কোন সমস্যা নাই বলিয়া মিসেস রাজু চাকমা, পরিবার কল্যাণ পরিদর্শিকা সভায় জানান।
কৃষি বিভাগঃউপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্তৃক জানা যায় যে, রবি মৌসুমের বোরো ফসলের কাজের অগ্রগতি হচ্ছে এবং কৃষকেরা শীত কালীন শাকসবজী উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে বলিয়া সভায় জানান।
পশু সম্পদ বিভাগঃপশু সম্পদ বিভাগ হতে ইতি পূর্বে যারা ঋণ গ্রহণ করেছেন। তারা অতিসত্তর ঋণ পরিশোধ করার সিদ্ধামত্ম নেওয়া হয়।
আইন শৃঙ্খলা পরিস্থিতিঃআইন শৃঙ্খলা স্বাভাবিক রাহিয়াছে জানা যায়। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই বলিয়া সভায় জানান। কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষনিক পরিষদে অবহিত করার সিদ্ধামত্ম নেওয়া হয়।
সভাপতি মহোদয় সভায় আরো জানান যে, জন্ম ও মৃত্যুর তথ্য ঠিক মত আসছে না, সঠিক ভাবে দেওয়ার জন্য সকল সদস্য/সদস্যাদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন যে চলতি অর্থ বৎসরে যে সমসত্ম প্রকল্প বাসত্মবায়ন হচ্ছে সে গুলো যথাযথ ভাবে বাসত্মবায়ন হচ্ছে কিনা জানাতে চাওয়া হইলে, প্রকল্প সভাপতিগন ঠিকভাবে। বাসত্মবায়ন হচ্ছে বলিয়া সভায় জানান।
পরিশেষে সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।
(সমেত্মাষ বিকাশ চাকমা)
২নং বনযোগীছড়া ইউপি।
জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
স্বারক নং- বউপি/জুরা/রাঙ্গা/২০১৪/৫১ তারিখ- ০২/০২/২০১৪ইং।
১। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
২। অফিস নথি।
(সমেত্মাষ বিকাশ চাকমা)
২নং বনযোগীছড়া ইউপি।
জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস