বনযোগীছড়া ইউনিয়নে তেমন বড় কোন নদী নেই। তবে সুবলং খালটি কাপ্টাই নদী হইতে জুরাছড়ি উপজেলায় ৪নং দুমদুম্যা ইউনিয়ন পর্যন্ত উৎপত্তি হয়। তবে এই শলক খালটি ২নং ও ৩নং ও ৪নং ইউনিয়নে আওতায় পরে। বনোযোগীছড়া ইউনিয়নে পাশ দিয়ে চলে গেছে ছোট-ছোট অনেক নদ/নদী রয়েছে। যেমন ডেবাছড়ি নদী চকপতিঘাট খাল নদী, বনযোগীছড়া নদী, রাস্তা মাথা খাল, এই নদী গ্রীষ্ম কালে এই খাল শুকিয়ে কম পানি থাকে। এই সুবলং খাল অনেক পুরনো ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস