Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
এলজিএসপি প্রকল্প-৩
বিস্তারিত

চুমাচুমি হতে বিজয় মোহন পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার। ইহা ২০১৬-১৭ অর্থ বছরে বরাদ্ধ দ্বারা ২০১৭-১৮ অর্থ বছরে বাস্তবায়ন করা হয়। ইহা প্রায় ৩ কিলোমিটার লম্বা। এই প্রকল্প ফলে ৪০টি পরিবারের যাতাযাতে সুবিধাভোগ করতেছেন। এর ফলে সাধারণ জনগণের উৎপাদিত কাঁচা মালামাল বহন করা সুবিধা হয়। এখানকার জনসাধারণ অধিকাংসই কৃষির উপর নির্ভরশীল তাই ভবিৎষতে এই ধরণের প্রকল্প নেওয়া উচিত বলিয়া সুবিধা ভোগিরা ব্যক্ত করেন।

প্রকল্প শুরু
09/11/2017
শেষের তারিখ
25/11/2017
ওয়ার্ড
৯নং ওয়ার্ড
প্রকল্পের ধরণ
এলজিএসপি
বরাদ্দের পরিমাণ (টাকায়)
৭৫০০০/-
সর্বশেষ হালনাগাদের তারিখ
17/04/2018
label.Details.title

চুমাচুমি হতে বিজয় মোহন পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার। ইহা ২০১৬-১৭ অর্থ বছরে বরাদ্ধ দ্বারা ২০১৭-১৮ অর্থ বছরে বাস্তবায়ন করা হয়। ইহা প্রায় ৩ কিলোমিটার লম্বা। এই প্রকল্প ফলে ৪০টি পরিবারের যাতাযাতে সুবিধাভোগ করতেছেন। এর ফলে সাধারণ জনগণের উৎপাদিত কাঁচা মালামাল বহন করা সুবিধা হয়। এখানকার জনসাধারণ অধিকাংসই কৃষির উপর নির্ভরশীল তাই ভবিৎষতে এই ধরণের প্রকল্প নেওয়া উচিত বলিয়া সুবিধা ভোগিরা ব্যক্ত করেন।

কাজের বর্ননা

চুমাচুমি হতে বিজয় মোহন পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার।ইহা ২০১৬-১৭ অর্থ বছরে বরাদ্ধ দ্বারা ২০১৭-১৮ অর্থ বছরে বাস্তবায়ন করা হয়। ইহা প্রায় ৩ কিলোমিটার লম্বা। এই প্রকল্পটিতে ১৭ জন শ্রমিক কাজ করে থাকে । শ্রমিকেরা জন প্রতি ৩০০ টাকা করে ১৫দিন ১৬ জনে কাজ করে = ৭২০০/- টাকা এবং এক চুক্তি বিত্তিক কাজ করে ৩০০০/- টাকা সর্বমোট ৭৫০০০/- টাকা দ্বারা প্রকল্পটি সম্পাদন করা হয়।

ডাউনলোড