Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
এলজিএসপি প্রকল্প-৩
বিস্তারিত

২নং ওয়ার্ডে ধামাই পাড়া পুকুর সংলগ্ন যাতায়াতে সুবিধার্থে বেড়ি বা‍ঁধ নির্মাণ। এই প্রকল্পটি ২০১৬-১৭ অর্থ বরাদ্ধ প্রাপ্ত দ্বারা ২০১৭-১৮ অর্থ বছরে বাস্তবায়ন করা হয়। ইহা ৯০,৩০৪ টাকায় প্রকল্পটি সম্পাদন করা হয়। এই বাধের ফলে ধামাই পাড়া গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সুবিধা হয় এবং পুকুরে ভালভাবে পুকুরে মাছ চাষ করা যাচ্ছে এতে উভয়েরই উপকৃত হচ্ছে বিধায় আরো মৎস্য বাঁধ করা হলে উপকৃত হবে বলে গ্রাম বাসিরা জানাই।

প্রকল্প শুরু
01/12/2017
শেষের তারিখ
19/12/2017
ওয়ার্ড
২নং ওযার্ড
প্রকল্পের ধরণ
এলজিএসপি
বরাদ্দের পরিমাণ (টাকায়)
৯০৩০৪/-
সর্বশেষ হালনাগাদের তারিখ
17/04/2018
label.Details.title

২নং ওয়ার্ডে ধামাই পাড়া পুকুর সংলগ্ন যাতায়াতে সুবিধার্থে বেড়ি বা‍ঁধ নির্মাণ। এই প্রকল্পটি ২০১৬-১৭ অর্থ বরাদ্ধ প্রাপ্ত দ্বারা ২০১৭-১৮ অর্থ বছরে বাস্তবায়ন করা হয়। ইহা ৯০,৩০৪ টাকায় প্রকল্পটি সম্পাদন করা হয়। এই বাধের ফলে ধামাই পাড়া গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সুবিধা হয় এবং পুকুরে ভালভাবে পুকুরে মাছ চাষ করা যাচ্ছে এতে উভয়েরই উপকৃত হচ্ছে বিধায় আরো মৎস্য বাঁধ করা হলে উপকৃত হবে বলে গ্রাম বাসিরা জানাই।

কাজের বর্ননা

২নং ওয়ার্ডে ধামাই পাড়া পুকুর সংলগ্ন যাতায়াতে সুবিধার্থে বেড়ি বা‍ঁধ নির্মাণ। এই প্রকল্পটি ২০১৬-১৭ অর্থ বরাদ্ধ প্রাপ্ত দ্বারা ২০১৭-১৮ অর্থ বছরে বাস্তবায়ন করা হয়। ইহা ৯০,৩০৪ টাকায় প্রকল্পটি সম্পাদন করা হয়। ইহা হায়েটডিপ- ৩.৬৫, টোটেল ইউনিট ৫৯৮.৬০০। প্রকল্পটি ১৭ জন শ্রমিক দ্বারা কাজ সম্পাদন করা হয়। ১৬ জন শ্রমিক দিনে ৩০০ টাকা করে ১৮দিন =(১৬+৩০০+১৮) =৮৬৪০০/- টাকা ১জন শ্রমিক চুক্তি বিত্তিক কাজ করে ৩৯০৪/- টাকায় সর্বমোট ৯০৩০৪/- টাকায় কাজটি সম্পাদন করা হয়।

ডাউনলোড