ধামাই পাড়া বৌদ্ধ বিহার জুরাছড়ি উপজেলার একটি পুরানো বৌদ্ধ বিহার । এটি প্রায় ১৯৯০ সালে পার্বত্য ভিক্ষু দ্বারা পরিচালনা হয়ে আসছে। বিহারে বর্তমানে কোন ভিক্ষু নেই তবে ভিক্ষু শ্রামণ মাসে মধ্যে চলে আছে আর মাসে মধ্যে চলে যায়। বিহারে মূল মন্দির সহ দেশনালয় রয়েছে। বিহারটির পারিপার্শ্বিক অবস্থা খুবই ভাল। এই বিহারে সভাপতি পদে আছেন বাবু- লোক বিধু চাকমা, এই বিহারে মহান কঠিন চীবর দান উদযাপন প্রতি বছরে করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস