Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সুবলং খাগড়াছড়ি বাজার মসজিদ (প্রকাশ বনযোগীছড়া মসজিদ)
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ
মসজিদ
প্রতিষ্ঠান প্রধানের নাম
মোঃ মনির আহম্মদ
পদবি
ইমাম
মোবাইল
01835671917
ঠিকানা
জুরাছড়ি সদর থেকে ০৬ কি:মি দূরে অবস্থিত। প্রথমে নৌপথে যেতে হয়।পরে পায়ে হেটে এই বিহারে যাওয়া যায়।
ইতিহাস

সুবলং খাগড়াছড়ি বাজার মসজিদ (প্রকাশ বনযোগীছড়া মসজিদ) মসজিদটি প্রায় ০.০০৪ শতক জমির উপরে  স্থাপিত। ১৯৭৯ সালে মসজিদটি স্থাপিত হয়। ইমাম মোয়াজ্জেনের কোন বেতন ভাতা নাই। আঁধা পাকা, টিনের ছাউনী মসজিদ, মসজিদের কোন ফান্ড নাই । মসজিদের ২টি সিলিং ফ্যান, ১টি সৈর বিদ্যুৎ আছে। অজু করার পানির কোন সুবিধা নাই।মসজিদটি প্রায় ০৫ একর জমির উপরে প্রতিষ্ঠিত এবং এটি নির্মান করা হয়েছে এলাকার মুসল্লীদের  দিয়ে। এর ভেতরে একত্রে ১৫০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের পিছনে রয়েছে ১টি কাপ্তাই বাধের লেক। সম্পূর্ন মসজিদ প্রাঙ্গন সু-পরিকল্পিতভাবে ঘাস দিয়ে ঢাকা। রয়েছে মহিলাদের জন্য আলাদা নামাজ আদায়ের স্থান।অনেক মুসল্লী প্রতিদিন এই মসজিদটি নামাজ আদায় করেন। দেখলাম কিছু ভিন্ন ধর্মাবলম্বীও আছেন যারা ঘুরে ঘুরে দেখছেন মসজিদের সৌন্দর্য্য, দেখে ভালই লাগলো।