শুকনাছড়ি বেনুবন বৌদ্ধ বিহারটি ১৯৮৪ইং সনে এই বৌদ্ধ বিহারটি স্থাপিত হয়।বর্তমানে ভিক্ষু সংখ্যা ০১জন । বিহারটি বর্তমানে জরাজিন্ন অবস্থায় রয়েছে। এই বিহারটি বর্তমানে ১৮০ পরিবার থেকে ১১৫ পরিবার নিয়ে পরিচালানা করা হচ্ছে। বিহারটি জায়গা প্রায় তিন একর। বর্তমানে শুকনাছড়িতে ২টি বিহার হওয়াতে এই বিহার থেকে পরিবার সংখ্যা কমে যায়। বর্তমানে ধর্মের প্রতি উন্নতি দিকে দিন দিন অগ্রসর হচ্ছে। এই বিহারে পরিচালনা কমিটি সভাপতি বাবু- সুরেশ কান্তি চাকমা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস