গ্রীষ্ম কালে জুরাছড়ি যাওয়ার নদীপথ। এই নদী চৈত্র মাস হতে শ্রাবণ মাস পর্যন্ত পানি থাকে না, এই নদীতে পানি শুকিয়ে গেলে সাধারন জনগন হেটে আসা যাওয়া করে থাকে। আর জলে ভাসা জমিতে ধান চাষ করে থাকে । তার পরে বর্ষা কালে বৃষ্টি হলে কোন রকমে নৌকা ছোট বোট চলা চল করতে পারে। আর যখন কাপ্টাই বাধঁ যখন বন্ধ করবে তখন পানি ভরপুর হয়ে বিভিন্ন স্থানে এবং রাঙ্গামাটি বা জুরাছড়ি সদরে বোট যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস