Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Project Name
এলজিএসপি প্রকল্প
Details

২নং বনযোগীছড়া ইউনিয়নের বেকার যুবক/যুবতিদের আইসিটি প্রশিক্ষণ প্রদান। এই প্রশিক্ষণে অংশ গ্রহনকারী প্রশিক্ষানার্থী সংখ্যা ১৩৩ জন এবং প্রশিক্ষক ছিলেন ২ জন এই প্রশিক্ষনের  ফলে তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষনার্থীরা অনেক জ্ঞান লাভ করেন।  এই প্রশিক্ষনে ফলে গ্রামের জন সাধারণ ধাপে ধাপে তথ্য প্রযুক্তি বিষয়ে অনেক উন্নতি সাধিত হবে। ভবিষ্যৎতে অনেক টাকা রোজগাড় করে সমাজ ও দেশের অনেক উন্নতি হবে।
 

Start
19/11/2017
End
22/11/2017
Word
৬নং ওয়ার্ড
Project Type
lgsp
Amount
২৫.০০০/-
Latest Status
17/04/2018
label.Details.title

২নং বনযোগীছড়া ইউনিয়নের বেকার যুবক/যুবতিদের আইসিটি প্রশিক্ষণ প্রদান। এই প্রশিক্ষণে অংশ গ্রহনকারী প্রশিক্ষানার্থী সংখ্যা ১৩৩ জন এবং প্রশিক্ষক ছিলেন ২ জন এই প্রশিক্ষনের  ফলে তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষনার্থীরা অনেক জ্ঞান লাভ করেন।  এই প্রশিক্ষনে ফলে গ্রামের জন সাধারণ ধাপে ধাপে তথ্য প্রযুক্তি বিষয়ে অনেক উন্নতি সাধিত হবে। ভবিষ্যৎতে অনেক টাকা রোজগাড় করে সমাজ ও দেশের অনেক উন্নতি হবে।
 

Job description

২নং বনযোগীছড়া ইউনিয়নের বেকার যুবক/যুবতিদের আইসিটি প্রশিক্ষণ প্রদান। এই প্রকল্পতি ২নং বনযোগীছড়া হল রুমে ১দিন ব্যাপি অনুষ্ঠিত হয় এত প্রশিক্ষনার্থী অংশ করে ১৩৩ জন। প্রশিক্ষনার্থীকে ১৫০ টাকা করে (১৩৩+১৫০)= ২০,০০০/- এবং ২জন প্রশিক্ষকগনকে দেওয়া হয় জন প্রতি ২৫০০/- করে (২৫০০+২)= ৫০০০/- দেওয়া হয়। প্রকল্পটি সুস্থ ও সুন্দর ভাবে সম্পাদন করা হয়।

Attachments